মেহেরপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। দৈনিক সংবাদের সাংবাদিক ইসলাম আলী, দৈনিক আজাদের আনছারুল হক, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) মোজাম্মেল হক এবং মৃণাল কান্তি ভট্টাচার্যসহ আরো কয়েকজন সাংবাদ িককে সংগে নিয়ে তৎকালীন মহকুমা প্রশাসনের আন্তরিক পৃষ্ঠপোষকতায় ক্লাব প্রতিষ্ঠা করা হয়। সে সময়ের মেহেরপুর মহকুমা প্রশাসক এ ওয়াই এম আর ওসমানীকে সভাপতি এবং ইসলাম আলীকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর প্রেসক্লাবের প্রথম কমিটি গঠন করা হয়। ১৯৭১ সাল পর্যন্ত এই নিয়মেই প্রেসক্লাব পরিচালিত হয়। এরপর ’৮০ সালের প্রথম দিক সাংবাদিকের সংখ্যা বাড়লেও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। অবশ্য এর মধ্যে একজন মহকুমা প্রশাসক মোমেনুল হকের নাম উল্লেখ করতেই হয়। যিনি প্রেস ক্লাবের সহযোগিতায় নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। আশির দশকে অসংগঠিত সাংবাদিকদের সংগঠিত করা এবং প্রেসক্লাব পূনর্গঠনে এগিয়ে আসেন সাংবাদিক ইসলাম আলী, মৃণাল কান্তি ভট্টাচার্য, মুহাম্মদ রবীউল আল ম , সৈয়দ আমিনুল ইসলাম, রুহুল কুদ্দুস টিটো, আব্দুস সালাম খান, আব্দুর রশিদ মজুমদার, আব্দুল মান্নান, এসএম তোযাম্মেল আযম, সদরুল আ