ঐতিহ্যবাহী মেহেরপুর প্রেস ক্লাব-মেহেরপুর প্রেস ক্লাবের ইতিহাস



মেহেরপুর প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। দৈনিক সংবাদের সাংবাদিক ইসলাম আলী, দৈনিক আজাদের আনছারুল হক, অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) মোজাম্মেল হক এবং মৃণাল কান্তি ভট্টাচার্যসহ আরো কয়েকজন সাংবাদিককে সংগে নিয়ে তৎকালীন মহকুমা প্রশাসনের আন্তরিক পৃষ্ঠপোষকতায় ক্লাব প্রতিষ্ঠা করা হয়। সে সময়ের মেহেরপুর মহকুমা প্রশাসক এ ওয়াই এম আর ওসমানীকে সভাপতি এবং ইসলাম আলীকে সাধারণ সম্পাদক করে মেহেরপুর প্রেসক্লাবের প্রথম কমিটি গঠন করা হয়। ১৯৭১ সাল পর্যন্ত এই নিয়মেই প্রেসক্লাব পরিচালিত হয়। এরপর ’৮০ সালের প্রথম দিক সাংবাদিকের সংখ্যা বাড়লেও শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। অবশ্য এর মধ্যে একজন মহকুমা প্রশাসক মোমেনুল হকের নাম উল্লেখ করতেই হয়। যিনি প্রেস ক্লাবের সহযোগিতায় নানাভাবে সাহায্যের হাত বাড়িয়েছিলেন।
আশির দশকে অসংগঠিত সাংবাদিকদের সংগঠিত করা এবং প্রেসক্লাব পূনর্গঠনে এগিয়ে আসেন সাংবাদিক ইসলাম আলী, মৃণাল কান্তি ভট্টাচার্য, মুহাম্মদ রবীউল আল, সৈয়দ আমিনুল ইসলাম, রুহুল কুদ্দুস টিটো, আব্দুস সালাম খান, আব্দুর রশিদ মজুমদার, আব্দুল মান্নান, এসএম তোযাম্মেল আযম, সদরুল আনাম ও আশরাফুল ইসলাম। 


পরবর্তীতে আরো সম্পৃক্ত হন সাংবাদিক তুহিন আরণ্য এবং মহসিন আলী আঙ্গুর। এই প্রক্রিয়ায় আন্তরিক পৃষ্ঠপোষকতা দিয়ে ’৮৬ সালে এগিয়ে আসেন জেলা প্রশাসক এ এইচ এম মাসুদ। তাঁর অনুরোধে একটি গঠনতন্ত্র প্রণয়ন করেন নাসির উদ্দীন। এই সময় জেলা প্রশাসক এ এইচ এম মাসুদকে সভাপতি এবং আবদুস সালাম খানকে সাধারণ সম্পাদক করে প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়। পরে, একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে আব্দুস সালাম খান পদত্যাগ করেন। এ সময় অধিকাংশ সাংবাদিক অনুধাবন করেন যে- জেলা প্রশাসক প্রেস ক্লাবের সভাপতি হলে সাবলীলভাবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা সম্ভব নয়। এই প্রেক্ষিতে আশরাফুল ইসলাম প্রেস ক্লাবের জন্য সময়োপযোগী একটি গঠনতন্ত্র প্রণয়ন করেন। ওই সময়ের সাংবাদিকদের আজীবন সদস্যপদ দিয়ে তাদের স্বাক্ষরিত গঠনতন্ত্রই এখনও কার্যকর অবস্থায় বহাল আছে। এই গঠনতন্ত্রে জেলা প্রশাসককে সভাপতি নির্বাচিত করার বিধান বাতিল করে শুধুমাত্র সাংবাদিকদের সমন্বয়ে প্রেসক্লাবের কমিটি গঠনের ব্যবস্থা রাখা হয়েছে ।
পরবর্তীতে বিভিন্ন মেয়াদে ইসলাম আলী, রুহুল কুদ্দুস টিটো, আশরাফুল ইসলাম এবং আলামীন হোসেন, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন এবং আবদুল মান্নান, আশরাফুল ইসলাম, তুহিন আরণ্য এবং পলাশ খন্দকার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে মেহেরপুর শহরের প্রধান সড়কে মুন্সী জমির উদ্দিন মার্কেটে পৌরসভার দুটি ভাড়া করা ঘরে মেহেরপুর প্রেস ক্লবের কার্যালয় অবস্থিত। নাগরিকদের আন্দোলন, সংগ্রাম, অধিকার, দাবী দাওয়া, মিছিল, মিটিং, মানববন্ধন সবই হয় এই প্রেসক্লাব ঘিরে। সংবাদপত্রের পাতায় সংবাদ প্রকাশের পাশাপাশি মেহেরপুরে জজ কোর্ট প্রতিষ্ঠা, আধুনিক জেলা হাসপাতাল প্রতিষ্ঠা, স্থলবন্দর প্রতিষ্ঠার দাবি এবং ন্যূনতম বিদ্যুৎ প্রাপ্তির আন্দোলনসহ মেহেরপুরের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের আন্দোলন সংগ্রামে সাংবাদিকরা গণমানুষের পাশে থেকে সহযোদ্ধার ভূমিকা পালন করে আসছে ।
-pressclubfederation.com


Comments

Popular posts from this blog

বলরাম হাড়ি এবং তাঁর জীবনদর্শন সুধীর চক্রবর্তী

মুন্সী শেখ জমিরউদ্দীন

রফিকুর রশীদ : জীবন ও শিল্প সাধনা-